/anm-bengali/media/media_files/2025/06/25/new-zealand-s-2025-06-25-08-32-37.jpg)
নিজস্ব সংবাদদাতা: নিউজিল্যান্ডে বহুত্ববাদী ধর্মীয় পরিবেশের বিরুদ্ধে বিস্ফোরক কর্মসূচি করলেন Destiny Church নেতা ব্রায়ান তামাকি। অকল্যান্ড শহরের কেন্দ্রে আয়োজিত এক মিছিল ঘিরে ছড়াল চরম বিতর্ক—কারণ সেই মিছিলে প্রকাশ্যে ছেঁড়া হল হিন্দু, বৌদ্ধ ও ইসলাম ধর্মের পতাকা ও প্রতীক! শুধু তাই নয়, সেগুলিকে মাটিতে ফেলে পিষে দেওয়ার পর সেখানে হাকা নৃত্যও করলেন Destiny Church-এর অনুগামীরা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/25/new-zealand-2025-06-25-08-33-14.jpg)
“Faith, Flag, and Family”—এই স্লোগানকে সামনে রেখে Destiny Church এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। ব্রায়ান তামাকি সরাসরি দাবি করেন, “নিউজিল্যান্ডে এখন নন-ক্রিশ্চিয়ান ধর্মের প্রসার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।” এবং এটি নাকি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের উপর আক্রমণ বলে মনে করেন তিনি।
রিপোর্ট অনুযায়ী, মিছিলের আগে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসনের কাছে একটি উন্মুক্ত চিঠিও পাঠান Destiny Church নেতারা। সেই চিঠিতে দেশের “অধিকৃত ধর্মহীনতা”-র নীতিকে প্রত্যাহার করার দাবি জানানো হয়।
এই ঘটনায় নিউজিল্যান্ডজুড়ে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই এই মিছিলকে ঘৃণার রাজনীতির অংশ হিসেবে দেখছেন এবং প্রশাসনের তরফে শক্ত পদক্ষেপের দাবি তুলেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us