পড়তে যাচ্ছেন আমেরিকায়? হার্ভার্ডের নতুন গাইডলাইন দেখে নিন না হলে বিপদ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিদেশি ছাত্রদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Harvard

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি তাদের আসন্ন আন্তর্জাতিক ছাত্রদের জন্য জারি করল এক চাঞ্চল্যকর সতর্কবার্তা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বোস্টনের ‘লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ এড়িয়ে চলা উচিত, কারণ সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ জেরা এবং ‘সেকেন্ডারি ইনস্পেকশন’-এর মুখে পড়ার সম্ভাবনা বেড়েছে।

হার্ভার্ডের মতে, ওই বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা ছাত্রদের বৈধ নথি থাকা সত্ত্বেও অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও ইলেকট্রনিক ডিভাইস খতিয়ে দেখা শুরু করেছেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছে যেন তারা নিউইয়র্কের মতো বিকল্প এয়ারপোর্ট বেছে নেয়।

harvard students

এছাড়াও আন্তর্জাতিক ছাত্রদের সোশ্যাল মিডিয়া কনটেন্ট সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রবেশের সময় ল্যাপটপ, মোবাইল বা অন্য ইলেকট্রনিক ডিভাইস আনলক করে রাখতে বলা হয়েছে এবং সব নথিপত্র, যেমন: SEVIS রসিদ, সিভি, অ্যাডমিশন লেটার, I-20/DS-2019 ফর্ম সঙ্গে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও প্রশ্নের ঝড় তুলেছে, বিশেষ করে যারা প্রথমবার আমেরিকায় পা রাখবেন তাদের কাছে এটি এক বড় ধাক্কা।