‘গাজা শাসনে আর নেই হামাস!’ যুদ্ধ পরবর্তী সময়ে নিয়ন্ত্রণ ছাড়ার সিদ্ধান্ত, জানাল সংগঠন

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষে গাজা শাসন থেকে সরে দাঁড়াচ্ছে হামাস। দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে সংগঠন, জানাল সূত্র।

author-image
Tamalika Chakraborty
New Update
gaza a

নিজস্ব সংবাদদাতা: গাজা যুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায় এখনও শেষ হয়নি। তবে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটছে হামাস। সংগঠনের এক সূত্র জানিয়েছে, যুদ্ধ শেষ হওয়ার পর গাজা শাসনের সঙ্গে আর কোনও ভাবেই যুক্ত থাকবে না হামাস।

সূত্রটির বক্তব্য, “হামাসের কাছে গাজা শাসনের অধ্যায় এখন শেষ। তারা কোনও অন্তর্বর্তী সরকারে অংশ নেবে না, অর্থাৎ গাজার নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়াচ্ছে হামাস। তবে সংগঠনটি ফিলিস্তিনি সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই থাকবে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, হামাস দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, এই সময়ের মধ্যে তাদের অস্ত্র কোনওভাবেই ব্যবহার করা হবে না — শুধুমাত্র ইসরায়েল গাজার উপর আক্রমণ চালালে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে।

gaza

তবে হামাস স্পষ্ট করে দিয়েছে, গাজা কোনও বিদেশি শক্তির তত্ত্বাবধানে থাকবে না। সংগঠনের বক্তব্য, “গাজার শাসন সম্পূর্ণভাবে একটি অভ্যন্তরীণ ফিলিস্তিনি বিষয়। এর সিদ্ধান্ত নেবে ফিলিস্তিনের নিজস্ব জাতীয় উপাদানগুলো।”

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধের পর থেকেই গাজায় ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি হয়েছে। হাজার হাজার মানুষের মৃত্যু, অবকাঠামোর ধ্বংস আর অনাহারে জর্জরিত লক্ষাধিক মানুষ — এই পরিস্থিতিতে হামাসের এই ঘোষণা যুদ্ধের পর শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে গাজা-ইসরায়েল সীমান্তে এখনো থামেনি গুলির লড়াই। আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে — যুদ্ধবিরতির বাস্তবায়ন কবে শুরু হয়, আর নতুন করে গাজার শাসনের দায়িত্ব নেয় কে।