ইসরায়েলি হামলায় মারা গেল হামাসের মুখপাত্র ও কমান্ডার! সামনে এল চাঞ্চলযকর তথ্য

গাজায় হামাসের শীর্ষস্থানীয় নেতা মারা গিয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hamas leader

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ জানিয়েছেন, হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র এবং শীর্ষ কমান্ডার আবু ওবাইদা গাজায় নিহত হয়েছেন।

আবু ওবাইদার শেষ প্রকাশ্য উপস্থিতি ছিল শুক্রবার, যখন ইসরায়েল গাজা শহরে নতুন সামরিক অভিযান শুরু করে। ওই সময় তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। হামাস এখনও ইসরায়েলের দাবির উত্তর দেয়নি।

Israel Army

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু আগে বলেছিলেন, আবু ওবাইদাকে আঘাত করা হয়েছে, তবে সেই সময় স্পষ্ট ছিল না যে আঘাত প্রাণঘাতী হয়েছে কি না। নেতানিয়াহু বলেন, “হামাসের পক্ষ থেকে কেউ এখনো এই বিষয়ে মন্তব্য করছেন না।”

আবু ওবাইদা হামাসের এমন একজন শীর্ষ কমান্ডার যাকে ইসরায়েল টার্গেট করেছে এবং হত্যা করেছে। গত দুই বছরে ইসরায়েল গাজায় হামাসের প্রায় সব শীর্ষ কমান্ডারকে নির্মূল করেছে।