হামাস নেতার দেহরক্ষীরা নিহত, কিন্তু বেঁচে গেলেন শীর্ষ আলোচক—চরম অস্বস্তিতে ইসরায়েল

কাতারে ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ আলোচন বেঁচে রয়েছেন বলে গোষ্ঠীর তরফে জানানো হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hamas leader qatar

নিজস্ব সংবাদদাতা: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, তাদের শীর্ষ আলোচক খালিল আল-হাইয়া ইসরায়েলের আক্রমণে নিহত হননি। সংগঠনের দাবি, কঠোর নিরাপত্তার মধ্যেই তিনি কাতারের দোহায় নিজের ছেলে হুমাম আল-হাইয়া ও অন্যান্য নিহতদের জানাজায় অংশ নিয়েছেন।

গত মঙ্গলবার ইসরায়েল দোহায় এক বিমান হামলা চালায়। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা। যদিও হামাস জানায়, তাদের বড় নেতারা প্রাণে বেঁচে গেছেন। তবে ওই হামলায় প্রাণ হারান অন্তত পাঁচজন হামাস সদস্য এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য।

নিহতদের মধ্যে রয়েছেন হামাসের আলোচক খালিল আল-হাইয়ার ছেলে হুমাম আল-হাইয়া, তার অফিসের  ডিরেক্টর জিহাদ লাবাদ এবং দেহরক্ষী আহমাদ মামলুক, আবদাল্লাহ আবদেলওয়াহদ ও মুমেন হাসৌন।

ISRAEL ARMY .jpg

কাতারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তাদের নিরাপত্তা বাহিনীর ল্যান্স কর্পোরাল বাদর সাদ মোহাম্মদ আল-হুমাইদি আল-দোসারি হামলায় নিহত হয়েছেন। তারা আরও তিন হামাস সদস্যের মৃত্যুর কথাও স্বীকার করেছে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে গেছে। কাতার সরাসরি টার্গেটে চলে আসায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।