হামাসের হাতে বন্দি দুই বন্দি ভাইয়ের আবেগঘন ভিডিও! কেঁদে ফেলল বিশ্ব

হামাস বন্দি ইজরায়েলের দুই ভাইয়ের ভিডিও প্রকাশ করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
srael brither

নিজস্ব সংবাদদাতা: যুদ্ধ বিরতি নিয়ে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে হামাস। দুই বন্দি ভাইয়ের মধ্যে একটি আবেগঘন মুহূর্তের ভিডিও  হামাস গোষ্ঠী প্রচার করেছে।  ভিডিওকে ইসরায়েল "প্রত্যাখ্যান করেছে। ভিডিওটিতে হামাস দাবি করেছে যে "সময় ফুরিয়ে আসছে" এবং কেবল একটি যুদ্ধবিরতি চুক্তিই বন্দিদের ফিরিয়ে আনতে পারবে। কিন্তু ইসরায়েল নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যুদ্ধ বিরতির জন্য হামাস বন্দিদের আবেগকে নিয়ে খেলা করছে। তবে ইসরায়েল কোনওভাবেই দমে যাবে না। বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার রাতে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, "আজ সন্ধ্যায় হামাস জঙ্গি গোষ্ঠী আরেকটি নিষ্ঠুর ভিডিও প্রকাশ করেছে। যেখানে আমাদের বন্দিদের মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে। হামাসের এই প্রচারে ইসরায়েল দমে যাবে না। আমাদের সকল বন্দিদের ফিরিয়ে আনার জন্য এবং যুদ্ধের সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা নিরলসভাবে কাজ চালিয়ে যাবো।"