New Update
/anm-bengali/media/media_files/i1hM3PMqdAKFQfeFIOHE.jpg)
নিজস্ব সংবাদদাতা: ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় দুই সেনা নিহত হয়েছে। এতে ইজরায়েলি সেনা নিহতের সংখ্যা ২৬৩ জন। নেটজারিম করিডোর এলাকায় দুই সেনা নিহত এবং অপর এক সেনা গুরুতর আহত হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
হামাসের কাসাম ব্রিগেড রবিবার একটি বিবৃতি জারি করে বলেছে যে তারা ইজরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। সেখানে ইজরায়েলের বেশ কয়েকজন সেনা আহত ও নিহত হয়েছে।
/anm-bengali/media/media_files/BBwF2PAr8JX1UCoYU6zQ.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us