তাপপ্রবাহে গ্রিসে নরক পরিস্থিতি! আগুনে পুড়ছে ঘরবাড়ি, মানুষ হাসপাতালে!

ভয়াবহ তাপপ্রবাহে গ্রিসে দাবানল দেখা দিয়েছে। পুড়ছে বাড়ি। জরুরি ভিত্তিতে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে।

author-image
Tamalika Chakraborty
New Update
greece

নিজস্ব সংবাদদাতা: উত্তর এথেন্সের ক্রিওনেরি এলাকায় শনিবার ভয়াবহ দাবানল আছড়ে পড়েছে, যা ইতোমধ্যেই বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে বাধ্য করেছে। চলতি গ্রীষ্মে এটি দক্ষিণ ইউরোপে আঘাত হানা তৃতীয় মারাত্মক তাপপ্রবাহ, যার ফলে গ্রিসসহ গোটা অঞ্চল হিমশিম খাচ্ছে।

দাবানলের মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা চিহ্নিত করেছেন প্রচণ্ড তাপমাত্রা, দীর্ঘদিনের শুষ্ক অবস্থা এবং তীব্র বাতাস। আগুন এতটাই গতিতে ছড়িয়ে পড়ছে যে জরুরি উদ্ধার বাহিনী একাধিক এলাকায় হিমশিম খাচ্ছে। হাজার হাজার মানুষের জীবন এখন ঝুঁকির মুখে।

greece wild fire


গ্রিসের জলবায়ু সঙ্কট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ইয়ানিস কেফালোজিয়ানিস বলেছেন, "আমাদের ফায়ারফাইটাররা আহত হয়েছেন, মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে, বহু সম্পত্তি পুড়ে ছাই হয়েছে এবং অমূল্য বনাঞ্চল ধ্বংস হয়েছে।"

এখন পর্যন্ত অন্তত দুইটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে, এবং পাঁচজন—মূলত প্রবীণ বাসিন্দা—হাসপাতালে ভর্তি রয়েছেন দগ্ধ ও ধোঁয়া শ্বাসের জটিলতা নিয়ে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ আবহাওয়ার পূর্বাভাসে আগামী দিনে আরও গরম ও বাতাস বাড়ার ইঙ্গিত মিলেছে।