ভারতীয় হওয়াই ছিল অপরাধ! পুলিশের মারে কোমায় চলে গেলেন গৌরব

জোর করে মাটিতে ফেলে ঘাড়ে হাঁটু, মাথা ঠুকে দিল গাড়িতে, অস্ট্রেলিয়ায় পুলিশের অত্যাচারে কোমায় ভারতীয় বংশোদ্ভূত।

author-image
Tamalika Chakraborty
New Update
Gourav kundi

নিজস্ব সংবাদদাতা: অস্ট্রেলিয়ার অ্যাডেলেড শহরের পূর্ব উপকণ্ঠে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি,৪২ বছরের গৌরব কুন্ডি পুলিশের হেফাজতে ভয়াবহভাবে আহত হন।

অভিযোগ, পুলিশ তাঁকে রাস্তার ওপর ফেলে ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে। ফলে তিনি অজ্ঞান হয়ে যান এবং বর্তমানে কোমায় রয়েছেন। তাঁর স্ত্রী অমৃতপাল কৌর একটি ভিডিওতে কুন্ডির সঙ্গে পুলিশের ব্যবহার তুলে ধরেছেন। ভিডিওতে গৌরবকে চিৎকার করে বলতে শোনা যায়, "আমি কিছু করিনি!" এদিকে স্ত্রী কৌর কাঁদতে কাঁদতে বলেন, "ও কিছু করেনি! এটা অন্যায়! তোমরা ওকে মেরে ফেলছ!"  এই ঘটনার সঙ্গে তুলনা টানা হচ্ছে ২০২০ সালের জর্জ ফ্লয়েড হত্যার সঙ্গে। জর্জ ফ্লয়েড, একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান, পুলিশের হাঁটুর চাপে প্রাণ হারান। সেই ঘটনার ভিডিও গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল।

এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ভারতীয় নাগরিকের ওপর? সোশ্যাল মিডিয়ায় উঠছে এই প্রশ্ন। গৌরবের স্ত্রী কৌর স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, "ডাক্তাররা বলছেন ওর মস্তিষ্ক পুরোপুরি ক্ষতিগ্রস্ত। হয়তো জাগবে, হয়তো না।" তিনি আরও জানান, পুলিশ  আহত অবস্থাতেও ওকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, হাসপাতালে নয়। পরে স্থানীয়দের চাপে হাসপাতালে ভর্তি করা হয়।  

australian police

পুলিশের তরফে জানানো হয়, তারা দাবি করেছে গৌরব কুন্ডি “হিংসাত্মকভাবে প্রতিরোধ” করেছিলেন, তাই বলপ্রয়োগ করতে হয়। তবে তদন্ত এখন কমিশনার পর্যায়ে উঠেছে। পুলিশ কমিশনার গ্রান্ট স্টিভেন্স বলেন, "এই ঘটনা এতটাই গুরুতর যে আমি নিজে তদন্ত শুরু করেছি। ছেলেটি মারা গেলেও প্রস্তুত থাকতে হবে।" ঘটনার জেরে অস্ট্রেলিয়ার পুলিশের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।