ইউরোপে যুদ্ধের ছায়া! জার্মানির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন, জনগণের নিরাপত্তা কোথায়?

ইউরোপে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছে জার্মানি।

author-image
Tamalika Chakraborty
New Update
germany banker

নিজস্ব সংবাদদাতা: জার্মানির পুরনো ও জরাজীর্ণ বাঙ্কারগুলোর (আশ্রয়কেন্দ্র)  অবস্থা খুবই খারাপ, এবং সেগুলোর এখনই বড়সড় সংস্কারের প্রয়োজন—এমনই উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির ফেডারেল সিভিল প্রোটেকশন ও দুর্যোগ মোকাবিলা সংস্থার (BBK) প্রধান রালফ টিসলার।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক দিন ধরে জার্মানিতে একধরনের ধারণা তৈরি হয়েছিল যে, যুদ্ধের জন্য আলাদা করে কোনও প্রস্তুতির দরকার নেই। কিন্তু এখন সেই পরিস্থিতি বদলেছে। আমরা ইউরোপে একটি বড় ধরনের আগ্রাসী যুদ্ধের আশঙ্কা নিয়ে চিন্তিত।”

germany bankerrr

তিনি আরও জানান, এখনকার বিশ্ব পরিস্থিতি বদলাচ্ছে, এবং জার্মানির নাগরিকদের সুরক্ষা দিতে হলে পুরনো বাঙ্কারগুলোকে নতুন করে তৈরি বা সংস্কার করা খুবই জরুরি।