“রাষ্ট্রপতির সামনে হোক আলোচনা”— সেনা সদর দফতরে জেন জেড বিক্ষোভ, বাড়ল নিরাপত্তা

নেপালের সেনা সদর দফতরের সামনে বিক্ষোভ দেখালেন জেন জেড।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal protest aaa

নিজস্ব সংবাদদাতা: কাঠমান্ডুতে ফের অশান্তি। সেনা সদর দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়ল জেন জেড প্রজন্মের প্রতিবাদকারীরা। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ভুল ব্যক্তিদের বেছে নেওয়া হয়েছে। এতে দেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।

nepal violence

প্রতিবাদকারীদের দাবি, এমন গুরুতর আলোচনা গোপনে নয়, রাষ্ট্রপতি ভবনে প্রকাশ্যে হওয়া উচিত এবং সরাসরি রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করতে হবে। বিক্ষোভ বাড়তে থাকায় সেনা সদর দফতর চত্বরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ ও সেনা। পরিস্থিতি থমথমে।