/anm-bengali/media/media_files/2025/09/11/nepal-protest-aaa-2025-09-11-13-47-30.jpg)
নিজস্ব সংবাদদাতা: কাঠমান্ডুর মেয়র বালেন শাহ এবং প্রাক্তন প্রধান বিচারপতি সুশিলা কার্কি সরে দাঁড়ানোর পর নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের ভার তুলে দেওয়া হলো ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিং-এর হাতে। বিদ্যুৎ ঘাটতি ও দেশজুড়ে দীর্ঘ লোডশেডিং শেষ করার কৃতিত্ব যাঁর, সেই ঘিসিং এখন দেশের অন্যতম গ্রহণযোগ্য মুখ। সৎ ভাবমূর্তি ও জাতীয় নেতৃত্ব হিসেবে তাঁকেই বেছে নেওয়া হলো নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে।
ঘোষণাটি আসে ‘জেন জেড’ নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী ও সুশাসন আন্দোলনের পক্ষ থেকে। বৃহস্পতিবার এই আন্দোলনের তরফে জানানো হয়, “অভূতপূর্ব সাফল্য” এসেছে এই সিদ্ধান্তে। তাঁদের মতে, অন্তর্বর্তী পরিষদ গঠনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের পথ মসৃণ হলো।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/10/nepal-protest-ab-2025-09-10-10-49-57.jpg)
প্রথমে বালেন শাহকেই অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী বলে মনে করা হচ্ছিল। তবে তিনি নিজে প্রকাশ্যে দায়িত্ব নিতে অস্বীকার করেন। অন্যদিকে, সুশিলা কার্কি-ও নিজের নাম প্রত্যাহার করে নেন। তিনি জানান, সাংবিধানিক ও আইনি জটিলতা রয়েছে। তাছাড়া বয়স ৭০ পেরিয়ে যাওয়ায় জেন জেড প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধি হওয়াও সম্ভব নয় তাঁর পক্ষে। ফলে শেষমেশ জাতীয় ঐক্যমতের প্রতীক হিসেবেই নির্বাচিত হন কুলমান ঘিসিং।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us