বালেন শাহ সরে দাঁড়ালেন, সুশিলা কার্কিও নাম তুললেন— নেতৃত্বে এলেন বিদ্যুতের ‘নায়ক’ ঘিসিং

সুশিলা কার্কি ও বালেন শাহ সরে দাঁড়ানোর পর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন বালেন শাহ।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal protest aaa

নিজস্ব সংবাদদাতা: কাঠমান্ডুর মেয়র বালেন শাহ এবং প্রাক্তন প্রধান বিচারপতি সুশিলা কার্কি সরে দাঁড়ানোর পর নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের ভার তুলে দেওয়া হলো ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিং-এর হাতে। বিদ্যুৎ ঘাটতি ও দেশজুড়ে দীর্ঘ লোডশেডিং শেষ করার কৃতিত্ব যাঁর, সেই ঘিসিং এখন দেশের অন্যতম গ্রহণযোগ্য মুখ। সৎ ভাবমূর্তি ও জাতীয় নেতৃত্ব হিসেবে তাঁকেই বেছে নেওয়া হলো নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে।

ঘোষণাটি আসে ‘জেন জেড’ নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী ও সুশাসন আন্দোলনের পক্ষ থেকে। বৃহস্পতিবার এই আন্দোলনের তরফে জানানো হয়, “অভূতপূর্ব সাফল্য” এসেছে এই সিদ্ধান্তে। তাঁদের মতে, অন্তর্বর্তী পরিষদ গঠনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের পথ মসৃণ হলো।

nepal protest ab

প্রথমে বালেন শাহকেই অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী বলে মনে করা হচ্ছিল। তবে তিনি নিজে প্রকাশ্যে দায়িত্ব নিতে অস্বীকার করেন। অন্যদিকে, সুশিলা কার্কি-ও নিজের নাম প্রত্যাহার করে নেন। তিনি জানান, সাংবিধানিক ও আইনি জটিলতা রয়েছে। তাছাড়া বয়স ৭০ পেরিয়ে যাওয়ায় জেন জেড প্রজন্মের নেতৃত্বের প্রতিনিধি হওয়াও সম্ভব নয় তাঁর পক্ষে। ফলে শেষমেশ জাতীয় ঐক্যমতের প্রতীক হিসেবেই নির্বাচিত হন কুলমান ঘিসিং।