টেসলা-স্পেসএক্সের সাফল্যের পেছনে H1B সিস্টেম, কিন্তু মাস্ক নিজেও ভিসার ওপর নির্ভর!

H1B ভিসা নিয়ে এলন মাস্কের মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
elon musk


নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি H1B ভিসার ওপর ১ লাখ ডলারের ফি আরোপের মাধ্যমে দেশের অভিবাসন নীতি পরিবর্তনের উদ্যোগ নিলেন। এই নীতির প্রভাব টেক শিল্পে সরাসরি পড়ছে। তবে এই নীতি নিয়ে তাঁর প্রাক্তন মিত্র এলন মাস্কের বিরোধপূর্ণ মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

Elon musk

ডিসেম্বরে মাস্ক শক্তভাবে H1B সিস্টেমের পক্ষে কথা বলেছিলেন এবং বলেছেন, এটি তাঁর কোম্পানি স্পেসএক্স ও টেসলার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। তবে কিছু সময়ে মাস্ক জানিয়েছেন, তিনি নিজেও যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পেয়েছেন এই ভিসা ব্যবস্থার কারণে। এই দুই বিপরীতমুখী মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে বিশেষ করে টেক কমিউনিটিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এখন প্রশ্ন উঠেছে, মাস্কের এই অবস্থান পরিবর্তন তার নিজস্ব কোম্পানি ও ট্রাম্পের নতুন নীতির ওপর কী প্রভাব ফেলবে, তা নিয়েই চলেছে আলোচনা।