ইউক্রেনের ট্রেনে সফরের সময় মাদক নিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট! দেখুন সেই ভিডিও

ইউক্রেনের ট্রেনে সফরের সময় মাদক নেওয়ার অভিযোগ উঠল ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
france president

নিজস্ব সংবাদদাতা: ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও  জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ সম্প্রতি রাতের একটি ট্রেনে করে পোল্যান্ড থেকে ইউক্রেন আসেন। তাঁদের সঙ্গে ছিলেন  প্রধানমন্ত্রী কাইর স্টারমার। তাঁদের যাত্রাপথের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে ম্যাক্রোঁর হাতে সাদা পাউডারের প্যাকেটের মতো কিছু দেখতে পাওয়া যায়। যেটা তিনি লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, মার্জের হাতে ছিল কোকেনের চামচ।  ট্রেনের এক যাত্রী লুকিয়ে তাঁদের ভিডিও করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তিনি ম্যাঁক্রোর বিরুদ্ধে কোকেন নেওয়ার অভিযোগ করেন। 

Macron

যদিও ফরাসি দৈনিকগুলো এর তীব্র প্রতিবাদ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয়ের প্রেক্ষিতে এক ফরাসি দৈনিকের তরফে দাবি করা হয়েছে, ম্যাঁক্রো টেবিলের উপর রাখা একটি বলের মধ্যে একটি রুমাল ধরে ছিলেন। মার্জ টুথ পিক ধরেছিলেন। ভিডিওটি ভিত্তিহীন এবং রাষ্ট্রনেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ করেছে মার্কিন দৈনিক। প্রসঙ্গত, ইউক্রেন রাশিয়ায় তিন বছরের বেশি সময় ধরে যুদ্ধ হচ্ছে। এক্ষেত্রে ইউক্রেনকে ব্যাপকভাবে সমর্থন করছে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।