যুদ্ধবিমান রাফালকে থামাতে মরিয়া চীন-পাকিস্তান! ফরাসি গোয়েন্দা রিপোর্টে নজিরবিহীন ষড়যন্ত্র

ফরাসি গোয়েন্দাদের রিপোর্টে ফাঁস হয়ে গেল পাকিস্তান ও চীনের ষড়যন্ত্র।

author-image
Tamalika Chakraborty
New Update
rafale q


নিজস্ব সংবাদদাতা: ভারত-পাকিস্তানের মে মাসের সাম্প্রতিক সংঘর্ষের পর, রাফালে যুদ্ধবিমানকে লক্ষ্য করে একটি পরিকল্পিত প্রচারে নেমেছে চীন ও পাকিস্তান—এমনটাই জানিয়েছে ফরাসি সামরিক এবং গোয়েন্দা সংস্থাগুলি। একটি রিপোর্টে ফাঁস হওয়া ফরাসি গোয়েন্দা রিপোর্ট উদ্ধৃত করে বলা হয়েছে, চীন ও পাকিস্তান মিলে রাফালের সুনাম ক্ষুন্ন করতে ব্যাপক প্রচার চালিয়েছে, যার পেছনে ছিল বিক্রয় কমানোর উদ্দেশ্য।

rafale.jpg

ফরাসি গোয়েন্দাদের বক্তব্য অনুযায়ী, চীনের বিদেশস্থ দূতাবাসগুলিতে নিযুক্ত প্রতিরক্ষা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই প্রচারের নেতৃত্ব দেন। তাদের মূল লক্ষ্য ছিল যেসব দেশ ইতিমধ্যেই ফরাসি রাফালে অর্ডার দিয়েছে—বিশেষ করে ইন্দোনেশিয়া—তাদের আরও বিমান কেনা থেকে নিরুৎসাহিত করা এবং নতুন সম্ভাব্য ক্রেতাদের চীনা নির্মিত যুদ্ধবিমানের দিকে আকৃষ্ট করা।

ফরাসি কর্তৃপক্ষ এই রাফালে-বিরোধী প্রচারকে "একটি সুসংগঠিত অপপ্রচারের অংশ" হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করছে যে পাকিস্তান ও চীন যৌথভাবে অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে রাফালের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে এবং ফরাসি প্রতিরক্ষা খাতে আঘাত হানার চেষ্টা করছে। এই অপপ্রচারের জবাবে ফ্রান্স এখন সক্রিয়ভাবে তাদের যুদ্ধবিমানের সুনাম রক্ষায় ও বিক্রয় বাড়ানোর প্রচারে নেমেছে।