শেহবাজ শরিফ সরকার ও সেনার সঙ্গে আঁতাত? পাকিস্তানের ভোট পর্যবেক্ষণে বড় কেলেঙ্কারি

পাকিস্তানের ভোটে বড় ধরনের কারচুপির অভিযোগ প্রকাশ্যে এসেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Pakistan army and Pakistan PM


নিজস্ব সংবাদদাতা: ২০২৪ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের বিরুদ্ধে বড় কেলেঙ্কারি ফাঁস হয়েছে। অভিযোগ উঠেছে, সেনা-সমর্থিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরকারের সঙ্গে যোগসাজশ করে নির্বাচন কারচুপির রিপোর্ট লুকিয়ে রাখা হয়েছে।

কিছু স্বাধীন সংবাদমাধ্যমের হাতে আসা ফাঁস হওয়া নথি বলছে, ওই রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল— নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং তা ক্ষমতাসীন জোটের পক্ষেই গিয়েছে।

pakistan pm .jpg

কমনওয়েলথ সচিবালয়, যেটি সাধারণত সদস্য দেশগুলোর নির্বাচনে স্বাধীন পর্যবেক্ষকের কাজ করে, ২০২৪ সালের ফেব্রুয়ারির ভোটে ১৩ সদস্যের একটি দল পাঠিয়েছিল। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো, এই সংস্থা তাদের রিপোর্ট প্রকাশ করেনি। বরং প্রকাশ্যে তারা নির্বাচনের “স্বচ্ছতা” ও “গণতান্ত্রিক প্রক্রিয়া”-এর প্রশংসা করেছে।

ফাঁস হওয়া রিপোর্টে দাবি করা হয়েছে—সরকার মৌলিক রাজনৈতিক অধিকার লঙ্ঘন করেছে, যেমন মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও সংগঠনের অধিকার। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI)-কে কঠোরভাবে দমন করা হয়েছে। দলের প্রার্থীদেরকে স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে বাধ্য করা হয় এবং নির্বাচনী প্রতীক ব্যবহার নিষিদ্ধ করা হয়।