/anm-bengali/media/media_files/2025/07/14/jail-prison-1-2025-07-14-01-33-17.jpg)
নিজস্ব সংবাদদাতা:ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের লিওঁ শহরের কাছের করবাস কারাগারে ঘটেছে এক চাঞ্চল্যকর কাণ্ড। এক বন্দি জেলের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে পালিয়ে গেছেন—আর তাও আবার তাঁর সেলমেটের ব্যাগে লুকিয়ে! এমন বিস্ময়কর ঘটনায় ফ্রান্সের গোটা জেল প্রশাসনেই নেমে এসেছে ধাক্কা।
জানা গেছে, শনিবার সকালে জেল কর্মীরা আবিষ্কার করেন, একজন বন্দি নিখোঁজ। পরে জানা যায়, তিনি সেলমেটের ব্যাগে ঢুকে পড়ে তাঁর মুক্তির সুযোগকে কাজে লাগিয়ে বেরিয়ে গেছেন। ফরাসি জেল প্রশাসনের প্রধান সেবাস্তিয়ান কোয়েল এই ঘটনাকে "একাধিক মারাত্মক ব্যর্থতার ফল" বলে স্বীকার করে নিয়েছেন। তিনি ফরাসি সংবাদমাধ্যমকে জানান, এই ধরণের ঘটনা তাঁদের প্রশাসনে নজিরবিহীন।
প্রসঙ্গত, করবাস কারাগারে বন্দিদের সংখ্যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি—প্রায় ১৭০ শতাংশ। কোয়েল স্বীকার করেন, এই অতিরিক্ত চাপেই নিরাপত্তা এবং কর্মী-পর্যবেক্ষণে বড় ফাঁক থেকে যাচ্ছে, যা এমন কাণ্ডের জন্ম দিচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/14/prison-w-2025-07-14-01-33-49.jpg)
পালিয়ে যাওয়া ওই বন্দি ইতোমধ্যে একাধিক দণ্ডিত মামলায় সাজা খাটছিলেন, এবং তাঁর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও একটি তদন্ত চলছিল বলে ফরাসি সংবাদ সংস্থা AFP জানিয়েছে।
ঘটনার পর তদন্ত শুরু হয়েছে এবং কারাগারের একাধিক নিরাপত্তা গাফিলতির বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুরো দেশে এই ঘটনার ভিডিও ফুটেজ ও খুঁটিনাটি এখন ভাইরাল, আর জনমনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন—জেল কি আর নিরাপদ আছে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us