/anm-bengali/media/media_files/2025/08/04/france-minister-2025-08-04-00-45-19.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সের গাজা থেকে যুদ্ধবিধ্বস্ত মানুষদের মানবিক কারণে সরিয়ে আনার কর্মসূচি হঠাৎই স্থগিত করে দিল দেশটির সরকার। কারণ— গাজা থেকে স্কলারশিপে ফ্রান্সে আসা এক ফিলিস্তিনি ছাত্রের বিরুদ্ধে অনলাইনে ইহুদিবিদ্বেষী (antisemitic) পোস্ট শেয়ার করার গুরুতর অভিযোগ উঠেছে। সেই ছাত্র কীভাবে ফ্রান্সে প্রবেশ করলো, তা ঘিরে নড়ে উঠেছে গোটা প্রশাসন।
ফ্রান্সের ডিজিটাল ও শিক্ষামন্ত্রী জাঁ-নোয়েল বারো সরাসরি ঘোষণা করেছেন, “এই তদন্ত থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনোভাবেই আর কাউকে ফ্রান্সে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।” তিনি এও জানিয়েছেন যে ইতিমধ্যে গাজা থেকে যারা ফ্রান্সে এসেছেন, তাঁদের নতুন করে যাচাই করা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/04/gaza-an-2025-08-04-00-23-48.jpg)
এই ঘটনায় ফরাসি সরকারের মানবিক প্রকল্পের গুণমান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন, “স্কলারশিপের নামে কি তবে ঘাঁটি গাড়ছে উগ্র মনোভাব?”
সম্প্রতি ফ্রান্সে ইহুদি বিদ্বেষ নিয়ে নানা বিতর্কের মধ্যেই এই ঘটনা ঘটায় বিতর্ক তুঙ্গে। সরকার জানিয়ে দিয়েছে—পুনঃনিরীক্ষা ছাড়া একজনকেও ঢুকতে দেওয়া হবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us