নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ গাজা উপত্যকায় খাবার ত্রাণ শিবিরে যাওয়ার সময় ইজরায়েলি সেনার গুলিতে অন্তত ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে রবিবার, এমনটাই জানিয়েছেন ফিলিস্তিনি প্যারামেডিকরা।
জানা গেছে, এই ত্রাণ কেন্দ্রটি পরিচালিত হচ্ছিল ইজরায়েল সমর্থিত "গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন"-এর তত্ত্বাবধানে। সম্প্রতি এই ধরনের সহায়তা শিবিরগুলোর আশেপাশের এলাকাগুলো ভয়ঙ্কর রূপ নিচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ ফিলিস্তিনিরা। গত এক সপ্তাহেই এমন সহায়তা কেন্দ্রে যাওয়ার পথে গুলিতে বহু মানুষ মারা গিয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/05/06/8065BwlsbF6ZRSMN9dBr.jpg)
ফিলিস্তিনিদের মতে, সহায়তা নেওয়ার জন্য ছুটে যাওয়া লোকজনের উপর বারবার গুলি চালানো হচ্ছে। পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল ও বিপজ্জনক হয়ে উঠেছে যে খাদ্য পাওয়ার আশায় বেরোনো মানেই এখন মৃত্যুর ঝুঁকি।