New Update
/anm-bengali/media/media_files/vCFc0J64MOMmqxxXE180.jpg)
নিজস্ব সংবাদদাতা: 'আক্রমণাত্মক' প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর ব্যক্তিগত দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "তাঁর প্রস্রাব জনিত সমস্যা বেড়ে যাওয়ার জন্য মেডিক্যাল পরীক্ষা করা হয়। শুক্রবার জানা গিয়েছে, তিনি 'আক্রমণাত্মক' প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ক্যানসার হাড় পর্যন্ত ছড়িয়েছে। তবে এই ক্যানসারের চিকিৎসা সম্ভব। বাইডেন ও তাঁর পরিবার পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে পর্যালোচনা করছেন।"
/anm-bengali/media/media_files/Px6qXXMwLG7RGg1jOE3r.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us