খামেনেই কি গোপন বাঙ্কারে? ফরেনসিক বিশ্লেষণে চাঞ্চল্যকর ইঙ্গিত — যুদ্ধ এবার নেতৃত্বের গলায়!

খামেনেই গোপন বাঙ্কারে লুকিয়ে রয়েছে বলে ফরেনসিক বিশ্লেষণে জানা গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
iran leader khamenei

নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে আরও জল্পনা তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-কে ঘিরে। অনেকেই বলছেন, তিনি এখন নিরাপত্তার স্বার্থে গোপন বাঙ্কারে লুকিয়ে আছেন। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তা নিয়ে ফরেনসিক বিশ্লেষণের পর সেই জল্পনা আরও জোরদার হয়েছে।

ইরানের প্রশাসনিক সূত্রে খবর, ইজরায়েল বারবার সরাসরি হুমকি দিচ্ছে খামেনেইকে তাঁরা ছাড়বেন না। অর্থাৎ ইজরায়েল তাঁকেও টার্গেট করতে পিছপা হবে না। এর পর থেকেই খামেনেই-র প্রাণনাশের আশঙ্কা বেড়েছে বলে মনে করছেন অনেকে।

khamenei

একাধিক আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, খামেনেই বর্তমানে একটি  অত্যন্ত সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে অবস্থান করছেন। এই প্রসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, “আমরা জানি খামেনেই ঠিক কোথায় আছেন। কিন্তু এখনই তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেই।”

এই মন্তব্য থেকেই পরিষ্কার, আমেরিকাও পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং দরকার পড়লে বড় সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। এই সমস্ত তথ্য ইঙ্গিত দিচ্ছে, ইরান-ইজরায়েল যুদ্ধ শুধু সীমান্তে নয়, নেতৃত্বের জীবনকেও টেনে এনেছে হুমকির মুখে।