Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
নিজস্ব সংবাদদাতা: কয়েক ঘণ্টা ভারী বর্ষণের জেরে কার্যত জলের তলায় দুবাইয়ের একাধিক অঞ্চল। রাস্তার ওপর দিয়ে বয়ে চলছে জলের স্রোত। বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর এখন জলের তলায়। বিমানবন্দরে ঢোকার রাস্তা, গাড়ি পার্কিংয়ের এলাকা সবই জলের নীচে। ঘটনায় ভারতগামী ১৩টি বিমান বাতিল করা হয়েছে।
/anm-bengali/media/media_files/rOhHHDxsYnPWXh2JdYfm.jpg)
/anm-bengali/media/media_files/agbpsHjkczXAnwsxvKtb.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us