বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরে বড় বিপর্যয়! লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে বন্ধ সব ফ্লাইট চলাচল

হঠাৎই বন্ধ হয়ে গেল লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের সমস্ত ফ্লাইট চলাচল। FAA জানিয়েছে, যন্ত্রপাতির ত্রুটির কারণে সাময়িকভাবে উড়ান স্থগিত করা হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
Flight


নিজস্ব সংবাদদাতা: হঠাৎই কার্যত পঙ্গু হয়ে গেল বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর লস অ্যাঞ্জেলস (LAX)। রবিবার প্রযুক্তিগত ত্রুটির কারণে একাধিক উড়ান স্থগিত করতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) নিশ্চিত করেছে, যন্ত্রপাতির বড় ধরনের সমস্যার জেরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।

FAA-র এক মুখপাত্র জানান, “একটি সরঞ্জাম বিকল হয়ে যাওয়ায় বিমানবন্দরে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়েছে। এর ফলে সমস্ত আগত ও বহির্গামী উড়ান সাময়িকভাবে থামিয়ে দেওয়া হয়েছে।”

বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে হঠাৎ এমন বিভ্রাটে ভরসা হারিয়েছেন হাজারো যাত্রী। একাধিক উড়ান বিলম্বিত হওয়ায় টার্মিনালে লম্বা লাইন, অপেক্ষায় ক্লান্ত যাত্রীদের ভিড়। তবে FAA জানায়, প্রযুক্তিবিদরা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং যত দ্রুত সম্ভব বিমান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Flight

ঘটনাটি ঘটেছে এমন এক সময়, যখন ইউরোপের কয়েকটি বড় বিমানবন্দর— যেমন লন্ডনের হিথরো— কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছিল। সেই ঘটনায় চেক-ইন সিস্টেম অচল হয়ে পড়ায় বহু যাত্রী আটকে পড়েন বিমানবন্দরে। ওই হামলায় লক্ষ্য ছিল Collins Aerospace-এর তৈরি MUSE সফটওয়্যার, যা বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা যাত্রী বোর্ডিংয়ের জন্য ব্যবহার করে।

লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা— সম্প্রতি সাইবার আক্রমণের বেড়ে যাওয়া প্রবণতা হয়তো এর সঙ্গেও যুক্ত থাকতে পারে।

FAA জানিয়েছে, “এটি শুধুমাত্র একটি সাময়িক ব্যাঘাত। বিমান চলাচল খুব শিগগিরই স্বাভাবিক হবে।”