“যুদ্ধ শুরু হলে কী হবে?” — ইরান থেকে নিজের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনছে ভারত!

প্রথম দফায় ১০০ জন ভারতীয় ইরান থেকে আর্মেনিয়ার সীমান্তে এসে পৌঁছায়।

author-image
Tamalika Chakraborty
New Update
missile attack

নিজস্ব সংবাদদাতা: ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির জেরে এবার ভারত সরকার শুরু করল ভারতীয় নাগরিকদের ইরান থেকে ফিরিয়ে আনার অভিযান।  প্রথম দফায় প্রায় ১০০ জন ভারতীয়কে নিরাপদে ইরান থেকে সরিয়ে আনা হয়েছে, এবং তাঁদের আর্মেনিয়ার সীমান্তে পৌঁছে দেওয়া হয়েছে।

সরকারের তরফে জানানো হয়েছে, ইরানের তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সার্বদা পরিস্থিতির উপর নজর রাখছে এবং সেখানে থাকা ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।

iran

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “তেহরানে ভারতীয় দূতাবাস সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে তাঁদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে।”

বর্তমানে ইরানে অবস্থানরত অন্যান্য ভারতীয়দের নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে সরকার।