/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)
নিজস্ব সংবাদদাতা: রবিবার দুপুরে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাস শহরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা মুহূর্তে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ে ইস্টন ওহিও স্টেট রুট ১৬১ এর পাশে, এবং আকাশে উঠে যায় কালো ধোঁয়ার বিশাল স্তম্ভ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে আগুনের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ট্যাংকার ট্রাক থেকেই এই আগুনের সূচনা হতে পারে বলে তাদের সন্দেহ, যদিও এখনো সরকারিভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সময় দুপুর ১টা ৩৯ মিনিট নাগাদ ওই ট্যাংকার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ট্রাকটিতে কয়েক হাজার গ্যালন জ্বালানি তেল ছিল বলে ধারণা করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এই ঘটনার জেরে I-270 হাইওয়ের উত্তরমুখী লেন এবং SR 161-এর পূর্বমুখী লেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন এখনো আগুনের প্রকৃত কারণ জানায়নি। তদন্ত চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us