/anm-bengali/media/media_files/2025/08/19/finland-2025-08-19-19-55-05.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফিনল্যান্ডের সংসদ সদস্য ইমেলি পেলটোনেন সংসদ ভবনের ভেতর আত্মহত্যা করেছেন। বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। কিছু সপ্তাহ আগেই তিনি প্রকাশ্যে নিজের শারীরিক ও মানসিক সমস্যার কথা জানিয়েছিলেন।
সামাজিক গণতান্ত্রিক দল (এসডিপি)-এর তরুণ এই সংসদ সদস্য প্রথমবার নির্বাচিত হয়েছিলেন ২০২৩ সালে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে (জিএমটি সময় সকাল ৮টা) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সকাল ১১টা ৬ মিনিটে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ বা বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
ফিনল্যান্ডের সংসদ এক বিবৃতিতে পেলটোনেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “১৯ আগস্ট সকালে সংসদ ভবনে যিনি মারা গেছেন, তিনি হলেন ইমেলি পেলটোনেন, প্রথম মেয়াদের সংসদ সদস্য।”
পেলটোনেন সংসদে প্রশাসনিক কমিটি ও আইনি কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি জারভেনপা শহরের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করতেন এবং শহর বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us