“মানসিক লড়াইয়ের কথা বলেছিলেন সবার সামনে”— এর পরেই সংসদে আত্মহত্যা করলেন সাংসদ

মানসিক লড়াইয়ের কথা বলে সংসদের মধ্যেই আত্মহত্যা করলেন ফিনল্যান্ডের সাংসদ।

author-image
Tamalika Chakraborty
New Update
finland

নিজস্ব সংবাদদাতা: ফিনল্যান্ডের সংসদ সদস্য ইমেলি পেলটোনেন সংসদ ভবনের ভেতর আত্মহত্যা করেছেন। বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। কিছু সপ্তাহ আগেই তিনি প্রকাশ্যে নিজের শারীরিক ও মানসিক সমস্যার কথা জানিয়েছিলেন।

সামাজিক গণতান্ত্রিক দল (এসডিপি)-এর তরুণ এই সংসদ সদস্য প্রথমবার নির্বাচিত হয়েছিলেন ২০২৩ সালে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে (জিএমটি সময় সকাল ৮টা) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সকাল ১১টা ৬ মিনিটে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ বা বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

dead

ফিনল্যান্ডের সংসদ এক বিবৃতিতে পেলটোনেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তাঁর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “১৯ আগস্ট সকালে সংসদ ভবনে যিনি মারা গেছেন, তিনি হলেন ইমেলি পেলটোনেন, প্রথম মেয়াদের সংসদ সদস্য।”

পেলটোনেন সংসদে প্রশাসনিক কমিটি ও আইনি কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি জারভেনপা শহরের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করতেন এবং শহর বোর্ডের চেয়ারম্যান ছিলেন।