রাহুল-প্রিয়াঙ্কার পোস্টারের সামনে মোদীকে গালিগালাজ, গ্রেফতার একজন
বিধানসভা ভোটের আগে ভোট ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন বুথের পরিকল্পনা চূড়ান্ত হতে পারে
“যতদিন সূর্য চাঁদ থাকবে, মোদীর নাম থাকবে”—টোকিও কাঁপাল স্লোগান
নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বৃষ্টি! পশ্চিমবঙ্গ জুড়ে চরম সতর্কতা
জোর করে খাওয়ানো হল অ্য়াসিড! ১৭ দিন পর পণের জন্য মর্মান্তিক পরিণতি তরুণীর
ভোরের বৃষ্টিতে অচল দিল্লি! ১৪৬ ফ্লাইট দেরি, রেড অ্যালার্ট জারি নয়ডা-গাজিয়াবাদে
উত্তরাখণ্ডে ভয়ঙ্কর মেঘভাঙা! রুদ্রপ্রয়াগ-চামোলিতে একাধিক পরিবার চাপা, নদী ফুলেফেঁপে বন্যার আশঙ্কা
হাওড়ায় গ্রেপ্তার কীর্তিমান চোর
রাশিয়ার হামলায় মাঝ সমুদ্রেই ধ্বংস হল ইউক্রেনের বৃহত্তম নজরদারি জাহাজ ! দেখুন বড় খবর

FBI-র ভেতরেই ‘ভয়ংকর খেলা’! মত প্রকাশে বাধা দিতে এখন ব্যবহার হচ্ছে পলিগ্রাফ টেস্ট

FBI-এর এজেন্টদের বিশ্বাসঘাতকতা ধরতে পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে।

author-image
Tamalika Chakraborty
New Update
kash patel

নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (FBI) সম্প্রতি বহুল বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে—এজেন্সির অভ্যন্তরীণ কর্মীদের ওপর পলিগ্রাফ (Lie Detector) টেস্টের ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। তবে শুধু জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে নয়, বরং কর্মীদের ‘আন্তরিকতা’ ও ‘আনুগত্য’ যাচাই করতেই এই টেস্ট নেওয়া হচ্ছে।

সূত্রের দাবি, এই লাই-ডিটেক্টর পরীক্ষায় অনেক সিনিয়র কর্মকর্তাকেও অংশ নিতে বাধ্য করা হয়েছে। তাঁদের জিজ্ঞেস করা হয়েছে, তারা কি কখনো FBI পরিচালক কাশ প্যাটেলের বিরুদ্ধে কোনও নেতিবাচক মন্তব্য করেছেন বা করেননি। বিষয়টি জানাজানি হতেই সংস্থার ভেতর আতঙ্ক ও অস্বস্তি ছড়িয়েছে, কারণ একে অনেকেই ‘ভয় দেখানো’ এবং ‘মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা’ হিসেবে দেখছেন।

ট্রাম্প প্রশাসনের আমলে FBI-তে এই ধরণের পরিবর্তনের সূচনা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নিযুক্ত ঘনিষ্ঠ সহযোগী কাশ প্যাটেল এবং ড্যান বংগিনো সংস্থার অভ্যন্তরীণ গঠন ও নীতিনির্ধারণে ব্যাপক প্রভাব বিস্তার করেন। তাদের নেতৃত্বেই অনেক অভিজ্ঞ ও সিনিয়র কর্মকর্তাকে  সরিয়ে দেওয়া হয়েছে বা একপ্রকার কোণঠাসা করে রাখা হয়েছে।

kash patel   n

এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, FBI-র মতো একটি নিরপেক্ষ এবং পেশাদার প্রতিষ্ঠানে রাজনৈতিক আনুগত্য যাচাই করার জন্য পলিগ্রাফ টেস্ট চালু করা গণতন্ত্র ও মত প্রকাশের অধিকারের পরিপন্থী।

বিশ্লেষকদের মতে, কাশ প্যাটেলের অধীনে FBI এখন এমন এক পথে হাঁটছে, যেখানে ভিন্নমত বা প্রশ্ন তোলার অধিকার একপ্রকার নিষিদ্ধ। পলিগ্রাফ টেস্ট এখন যেন একটি ‘ভয় প্রদর্শনের অস্ত্র’ হয়ে উঠেছে।