নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্র পরিচালিত হামলার ফলে মধ্যপ্রাচ্যে শুধু সামরিক উত্তেজনাই নয়, রাজনীতিতেও নতুন করে অস্থিরতা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটেই নির্বাসিত ইরানি রাজপুত্র রেজা পাহলভি তীব্র ভাষায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করেছেন।
এক বিবৃতিতে রেজা পাহলভি বলেন, “এই দমনমূলক ইসলামিক রিপাবলিক আসলে একটি নিষ্ঠুর ও সন্ত্রাসবাদী শাসনব্যবস্থা। দেশকে পারমাণবিক যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে তারাই।” তিনি মনে করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সন্ত্রাসবাদের মদত দেওয়াই যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপকে উসকে দিয়েছে।
এই হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে শাসন পরিবর্তনের আহ্বান আরও জোরালো হয়েছে। তাদের মতে, বর্তমান শাসকগোষ্ঠী শুধু আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও বিপজ্জনক।
অন্যদিকে, উপসাগরীয় (গালফ) দেশগুলো ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানালেও, তারা এই সম্ভাব্য সংঘাতে সরাসরি অংশ নেবে কি না—তা এখনও স্পষ্ট নয়। তারা একদিকে আঞ্চলিক শান্তির পক্ষে অবস্থান নিচ্ছে, আবার অন্যদিকে ইরানের প্রভাব কমানোর কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে।
এই ঘটনার পর ইরানের ভেতরেও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে খবর মিলেছে। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ বিক্ষোভ—সব মিলিয়ে ইসলামিক রিপাবলিক চরম চাপে রয়েছে। আগামী দিনে তেহরানের ভেতরে ও বাইরে শাসনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আরও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us