আস্থা ভোটে হেরে গেলেন ফ্রাঁসোয়া বেয়রু, প্রতিরক্ষামন্ত্রী লেকর্নুকে প্রধানমন্ত্রীর আসনে বসালেন ম্যাক্রোঁ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন সেবাস্তিয়ান লেকর্নু।

author-image
Tamalika Chakraborty
New Update
france president

নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সে আবারও বড় রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু-কে। তিনি এর আগে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্ব দিচ্ছিলেন।

লেকর্নু দায়িত্ব নিচ্ছেন ফ্রাঁসোয়া বেয়রু-র জায়গায়, যিনি মাত্র ৯ মাস টিকে ছিলেন প্রধানমন্ত্রীর পদে। সোমবার ফরাসি সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে পরাজিত হওয়ার পর বেয়রুকে সরিয়ে দেওয়া হয়।

france presidentt.jpg

ফ্রাঁসোয়া বেয়রু-কে গত বছর নিয়োগ করা হয়েছিল সাবেক রক্ষণশীল নেতা ও ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার পদত্যাগের পর। কিন্তু তাকেও বেশিদিন টিকতে দিল না রাজনৈতিক অস্থিরতা।

ম্যাক্রোঁর ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে পরিচিত লেকর্নু এখন এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন ফরাসি রাজনীতিতে টালমাটাল অবস্থা বিরাজ করছে। সংসদের আস্থা হারানোর পরপরই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে তাঁকে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।