ইসলামাবাদে জরুরি অবস্থা! মার্কিন দূতাবাস লক্ষ্য করে লক্ষাধিক মানুষের মিছিল

পাকিস্তানের ইসলামাবাদে জারি জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট।

author-image
Tamalika Chakraborty
New Update
breaking new 1


নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুক্রবার সকালে শুরু হয়েছে তীব্র উত্তেজনা ও বিশৃঙ্খলা। শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। রাজধানীর প্রবেশপথে বড় বড় শিপিং কনটেনার দিয়ে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, আর মোবাইল ইন্টারনেট পরিষেবাও সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

এই পরিস্থিতির সূত্রপাত বৃহস্পতিবার, যখন ডানপন্থী ধর্মীয় সংগঠন তেহরিক-ই-লাবাইক পাকিস্তান (TLP)-এর লক্ষাধিক সমর্থক গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের প্রতিবাদে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের দিকে মিছিল করার চেষ্টা করে।

islamabad

মিছিলটি লাহোরে পুলিশ দ্বারা আটকে দেওয়া হয়। সেখানেই শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু প্রদর্শনকারী ও নিরাপত্তাকর্মী আহত হন, এবং দুজন TLP সদস্যের মৃত্যু হয় বলে দাবি করে সংগঠনটি। পুলিশ সূত্রে অবশ্য বলা হয়েছে, মৃতের সংখ্যা একজন।

লাহোরের সংঘর্ষের পর TLP ঘোষণা করে তাদের “ফাইনাল কল” মার্চের, যার উদ্দেশ্য ইসলামাবাদে পৌঁছে মার্কিন দূতাবাস ঘেরাও করা। এই খবরেই পুরো ইসলামাবাদে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

রাজধানীর রেড জোন এখন একেবারে দুর্গে পরিণত হয়েছে, এবং এলাকায় থাকা বেশ কয়েকটি হোটেল খালি করে দেওয়া হয়েছে। ইসলামাবাদের উপকণ্ঠে হাজার হাজার বিক্ষোভকারী শিবির গেড়েছে, তারা রাজধানীতে প্রবেশের অপেক্ষায়।

এই উত্তেজনার মাঝেই গোটা পাকিস্তানে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অনিশ্চয়তা ও আতঙ্কের পরিবেশ।