/anm-bengali/media/media_files/2025/08/11/rukey-earth-quake-2025-08-11-12-25-17.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। রবিবার সন্ধ্যায় পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। ইস্তানবুলসহ দেশের একাধিক শহরে জোরালো কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু বাড়ি ও ভবন ধসে পড়েছে বলে জানা গেছে। ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, পশ্চিম তুরস্কের সিনদিরগি অঞ্চলে রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে (ভারতীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে) এই ভূমিকম্প হয়। কয়েক মিনিট পরই ৪.৬ মাত্রার আফটারশক বা পরাঘাত অনুভূত হয়। ইস্তানবুল, ইজমিরসহ একাধিক জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও কম্পন ধরা পড়ে। বালিকেসির প্রদেশে একাধিক ভবন ধসে পড়েছে, দেশের অন্যান্য অংশেও ক্ষয়ক্ষতির খবর এসেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/20/earthquake-165333220-16x9_0-2025-07-20-14-05-37.webp)
উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে এবং এখন পর্যন্ত কোনও বড় অনভিপ্রেত খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, যাতে কমপক্ষে ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
🚨⚡️BREAKING:
— RussiaNews 🇷🇺 (@mog_russEN) August 10, 2025
The first footage shows the aftermath of the earthquake that struck Balıkesir Province in Turkey. pic.twitter.com/SXjb6Bvini
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us