/anm-bengali/media/media_files/2025/02/17/WiAUC6s7AtTmdd3hyvpp.webp)
নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানে ফের ভূমিকম্প। শনিবার বিকেল ৪টা নাগাদ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২। যদিও কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবে আতঙ্ক ছড়িয়েছে খাইবার পাখতুনখোয়া থেকে গিলগিট-বালোচিস্তান পর্যন্ত।
ভারতের জাতীয় ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা (National Center for Seismology) জানায়, কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে, পাক অধিকৃত কাশ্মীর সংলগ্ন অঞ্চলে। সেখান থেকেই কম্পন ছড়িয়ে পড়ে পাকিস্তানের বিভিন্ন প্রদেশ, আফগানিস্তান, তাজিকিস্তান এবং ভারতের কাশ্মীর অঞ্চলে।
/anm-bengali/media/media_files/Mighv7GPxMd39ppYIcDn.jpg)
এই নিয়ে গত কয়েক দিনে বারবার কেঁপে উঠেছে পাকিস্তান। শুক্রবার আফগানিস্তানে উৎপত্তি হওয়া ৪.৫ মাত্রার ভূমিকম্পের কম্পন পাকিস্তানেও অনুভূত হয়। শনিবার সকালেও ৪.৩ মাত্রার আরেকটি ভূকম্প হয় আফগানিস্তানে। এর আগে বুধবার রাতে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়।
প্রতিটি কম্পনের উৎসস্থলই ভূগর্ভস্থ ফাটলপ্রবণ অঞ্চলগুলির কাছাকাছি হওয়ায় আশঙ্কা বাড়ছে ভূতাত্ত্বিকদের মধ্যে। যদিও এখনো পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই, তবে বারবার ভূমিকম্পের জেরে পাকিস্তানের সাধারণ মানুষ আতঙ্কিত। বিশেষ করে উত্তরাঞ্চলের বাসিন্দারা আগের অভিজ্ঞতার কারণে রাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়ছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us