সুনামির ভয়ে হাওয়াই থেকে দলে দলে মানুষ পালাচ্ছে, শহরের রাস্তায় বিশাল যানজট!

সুনামির আতঙ্কে হাওয়াই উপকূল ছেড়ে দলে দলে মানুষ পালাচ্ছেন। যার জেরে তীব্র যানজট তৈরি হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Hawai traffic jam

নিজস্ব সংবাদদাতা: বিশাল সুনামি ঢেউয়ের সম্ভাবনায় হাওয়াইয়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ৩ থেকে ১২ ফুট উচ্চতার সুনামি ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে সতর্কতা জারি হতেই উপকূলবর্তী এলাকা ছাড়তে শুরু করেছেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। সেই আতঙ্কেই দেখা দিয়েছে মারাত্মক যানজট, বিশেষ করে হাওয়াইয়ের প্রধান উপকূলবর্তী রাস্তাগুলিতে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে।

tsunami alert

এই একই আতঙ্কের ছবি দেখা গেছে জাপানের উপকূলবর্তী এলাকাগুলোতেও। সেখানেও মানুষজন তড়িঘড়ি করে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন, যার জেরে অনেক জায়গায় তৈরি হয়েছে ব্যাপক যানজট।

ভূমিকম্পের পরে সুনামির এই সম্ভাবনা ঘিরে আতঙ্ক ছড়ালেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জরুরি বিভাগ এবং উদ্ধারকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।