নিজস্ব সংবাদদাতা: ইরানে সম্ভাব্য বিমান হানার পরিকল্পনা থেকে ইসরায়েলকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি কড়া বার্তা পোস্ট করে ট্রাম্প বলেন, যদি ইসরায়েল এই হামলা চালায়, তবে তা হবে এক "গুরুতর চুক্তি লঙ্ঘন"। একই সঙ্গে তিনি ইসরায়েলকে এই পরিকল্পনা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, “ISRAEL. DO NOT DROP THOSE BOMBS. IF YOU DO IT IS A MAJOR VIOLATION. BRING YOUR PILOTS HOME, NOW!” — অর্থাৎ, “ইসরায়েল, ওই বোমা ফেলো না। ফেললে সেটা বড় ধরনের চুক্তি লঙ্ঘন হবে। তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে আনো।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NpZyXl2JuxS2Pmp6Rnto.jpg)
এই বার্তার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন বলে হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে।
জানা গেছে, চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল তাদের বিমান বাহিনীকে প্রস্তুত রেখেছে ইরানের উপর হামলার জন্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সরাসরি হুঁশিয়ারি পরিস্থিতিকে নাটকীয় মোড়ে নিয়ে গেছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, প্রেসিডেন্ট শান্তিপূর্ণ সমাধানের পথে বিশ্বাসী এবং তিনি যুদ্ধ নয়, কূটনীতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us