রাশিয়ান জ্বালানি কেনায় ভারত–চীনকে টার্গেট, ইউরোপ–আমেরিকার গোপন আলোচনা ফাঁস

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর জন্য ইউরোপকে চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন।

author-image
Tamalika Chakraborty
New Update
Donald Trump aa


নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আহ্বান জানিয়েছেন, যেন তারা ভারত ও চীনের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। ট্রাম্পের দাবি, এই চাপই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোণঠাসা করার কার্যকর কৌশল হতে পারে।

 ট্রাম্পের এই বার্তাটি জানানো হয়েছে একটি কনফারেন্স কলে, যেখানে অংশ নেন ইইউ’র নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও’সুলিভান ও অন্যান্য কর্মকর্তারা। ইইউ’র প্রতিনিধিদল বর্তমানে ওয়াশিংটনে রয়েছে, যেখানে তারা আমেরিকার সঙ্গে সমন্বিতভাবে নতুন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছে।

ইইউ’র এক কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিয়েছে—যদি ইউরোপ এই প্রস্তাবে সায় দেয়, তাহলে আমেরিকাও ভারত ও চীনের ওপর একই ধরনের শুল্ক বসাতে প্রস্তুত।

trump

তবে ইউরোপ এতদিন মূলত রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য সরাসরি নিষেধাজ্ঞাকে কৌশল হিসেবে ব্যবহার করেছে, শুল্ক নয়। ফলে এই পদক্ষেপ হলে ইউরোপের নীতিতে বড় পরিবর্তন আসবে।

অন্যদিকে,একটি প্রতিবেদন জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো এখন গোপনে আলোচনা করছে যে, রাশিয়ার তেল ও গ্যাস কেনার জন্য ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর “সেকেন্ডারি নিষেধাজ্ঞা” আরোপ করা যায় কি না।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে, রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যে যুক্ত ভারত ও চীন সরাসরি পশ্চিমা চাপের মুখে পড়বে—যা বৈশ্বিক কূটনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।