/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা অবিলম্বে বন্ধ করতে হবে। কারণ ইউরোপের এই অর্থই রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে টিকিয়ে রাখছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল “কোলিশন অব দ্য উইলিং” নামের এক বৈঠক। এই বৈঠকের মূল আলোচ্য ছিল—যদি ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি হয়, তবে ইউক্রেনকে কীভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। ট্রাম্প সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/29/1000195784-103906.jpg)
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। শুধু গত এক বছরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে জ্বালানি কিনে দিয়েছে প্রায় ১.১ বিলিয়ন ইউরো। এই বিপুল অর্থই মস্কোর যুদ্ধযন্ত্রকে শক্তি জুগিয়েছে।
এদিকে, ইউরোপীয় কমিশন ইতিমধ্যেই আইন প্রস্তাব করেছে, যাতে ২০২৮ সালের ১ জানুয়ারির মধ্যে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করা যায়। ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকেই ব্রাসেলস রাশিয়ার সঙ্গে বহু দশকের পুরনো জ্বালানি সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us