চীন ভারত কাছাকাছি আসতেই পাল্টি ট্রাম্পের! মোদীর সঙ্গে বন্ধুত্বের বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

চীন ভারত ঘনিষ্ঠ হতেই সুর নরম ট্রাম্পের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিলেন বন্ধুত্বের বার্তা।

author-image
Tamalika Chakraborty
New Update
Gv6lIfAXEAAdzPq


নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার তাঁর সেই বিতর্কিত মন্তব্য থেকে সরে এলেন, যেখানে তিনি দাবি করেছিলেন ভারতকে নাকি চীনের কাছে হারাতে হয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি মনে করেন না যে ভারতকে চীনের হাতে হারাতে হয়েছে।

তবে ভারত নিয়ে নরম সুরে কথা বললেও রাশিয়া থেকে তেল কেনার প্রসঙ্গে আবারও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, “ভারত এত বেশি রাশিয়ার তেল কিনছে দেখে আমি খুব হতাশ হয়েছি। আমি সেটা তাদের জানিয়েছি।”

ট্রাম্প আরও বলেন, “আমরা ভারতের ওপর খুব বড় ট্যারিফ চাপিয়েছি—৫০ শতাংশ। এটা যথেষ্ট উঁচু হারে। কিন্তু তবুও আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখি। কিছু মাস আগে তিনি এখানে এসেছিলেন। আমরা রোজ গার্ডেনে একসঙ্গে সাংবাদিক বৈঠকও করেছিলাম।”

donald trump and modi

তাঁর এই মিশ্র বার্তা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। একদিকে ভারতের নীতিতে হতাশা প্রকাশ, অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের প্রশংসা—ট্রাম্পের এই বক্তব্যকে অনেকেই “রাজনৈতিক দোলাচল” বলে মন্তব্য করছেন।