/anm-bengali/media/media_files/2025/07/20/trump-and-xing-2025-07-20-23-05-24.jpg)
নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই চীন সফরে যেতে পারেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে দক্ষিণ চীন মর্নিং পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের ৩০ থেকে নভেম্বর ১ তারিখের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনের আগে অথবা সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ট্রাম্পের।
বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা এনে দেওয়া চীন-মার্কিন শুল্ক যুদ্ধের আবহে এই সম্ভাব্য বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরে চলা ‘টিট ফর ট্যাট’ নীতির ফলে শুধু দুই দেশের মধ্যেই নয়, সারা বিশ্বের বাণিজ্য ও সাপ্লাই চেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/20/trump-and-xi-jinping-2025-07-20-23-05-52.jpg)
ট্রাম্প প্রশাসন আমদানিকৃত প্রায় সব বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপের পক্ষে অবস্থান নিয়েছে, যুক্তি হিসেবে বলা হয়েছে—এতে দেশের ভেতরে উৎপাদন খাতের উন্নতি হবে। কিন্তু সমালোচকদের মতে, এই পদক্ষেপ আমেরিকান ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।
বিশ্ববাসীর নজর এখন ট্রাম্প-শি বৈঠকের দিকেই, যা যদি বাস্তবায়িত হয়, তবে বিশ্ব বাণিজ্যে নতুন করে শান্তি ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us