নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হট-মাইক মুহূর্ত ঘিরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে তাঁর (ট্রাম্পের) সঙ্গে সমঝোতায় যেতে চান।
ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কানে কানে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমার মনে হয় সে (পুতিন) একটা চুক্তি করতে চায়। আমার জন্যই চুক্তি করতে চায়, বুঝতে পারছো তো? শুনতে হয়তো অদ্ভুত লাগছে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/07/220325163503-putin-zelensky-trump-split-2025-08-07-01-31-36.jpg)
এই মন্তব্য আসে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের আগে, যেখানে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা ও সম্ভাব্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বিশ্বনেতারা। পরে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান, প্রয়োজনে তিনি সরাসরি আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তাঁর ভাষায়, “আপনারা চাইলে আমি ওই বৈঠকে যাবো।”
“পুতিন শুধু আমার জন্যই শান্তি চুক্তি চায়!”— হট-মাইকে বিস্ফোরক দাবি ট্রাম্পের
ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলেন, "পুতিন শুধু আমার জন্য শান্তি চুক্তি চায়।"
নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হট-মাইক মুহূর্ত ঘিরে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে তিনি ইঙ্গিত দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে তাঁর (ট্রাম্পের) সঙ্গে সমঝোতায় যেতে চান।
ইউরোপীয় নেতারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কানে কানে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমার মনে হয় সে (পুতিন) একটা চুক্তি করতে চায়। আমার জন্যই চুক্তি করতে চায়, বুঝতে পারছো তো? শুনতে হয়তো অদ্ভুত লাগছে।”
এই মন্তব্য আসে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনের আগে, যেখানে কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তা ও সম্ভাব্য শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বিশ্বনেতারা। পরে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান, প্রয়োজনে তিনি সরাসরি আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তাঁর ভাষায়, “আপনারা চাইলে আমি ওই বৈঠকে যাবো।”