মাস্ক কি তবে রিপাবলিকান রাজনীতির ভবিষ্যৎ মুখ? ট্রাম্পের মন্তব্যে নতুন জল্পনা

৮০ শতাংশ জিনিয়াস আর ২০ শতাংশ সমস্যায় ভরা, মাস্ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
donald Trump and elon musk

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক—দুজনের মধ্যে সম্পর্ক বরাবরই ওঠানামার। কয়েক মাস আগেই প্রকাশ্যে দু’জনের মধ্যে তিক্ত বাকযুদ্ধ হয়। কিন্তু এবার চিত্রটা পাল্টাল। সম্প্রতি স্কট জেনিংস শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অনেকটাই নরম সুরে কথা বললেন মাস্ককে নিয়ে।

ট্রাম্প বলেন, “আমি মনে করি না ওর অন্য কোনো পথ আছে। মাস্ককে শেষমেশ রিপাবলিকান পার্টিতেই ফিরতে হবে। একদিকে রিপাবলিকানরা, আরেকদিকে এই ‘চরমপন্থী বামপন্থী উন্মাদরা’। মাস্কের বেছে নেওয়ার মতো অপশন খুব বেশি নেই।”

অতীতের বিরোধ ভুলে এবার তিনি মাস্ককে প্রশংসা করতেও কুণ্ঠিত হননি। তাঁর ভাষায়, “মাস্ক ভালো মানুষ। মাঝেমধ্যে ভুল পথে চলে গিয়েছিল, কিন্তু সেটা খুব বড় বিষয় নয়। এ রকম হয়েই থাকে।”

elon musk   trump

তবে প্রশংসার সঙ্গে সঙ্গে খোঁচাও দিতে ভোলেননি প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি যোগ করেন, “মাস্ক ৮০ শতাংশ সুপার জিনিয়াস, কিন্তু বাকি ২০ শতাংশে তার সমস্যা আছে। যদি ওই ২০ শতাংশ ঠিক করতে পারে, তবে সে অসাধারণ হয়ে উঠবে। তবে এখনো কিছু অসুবিধা রয়ে গেছে।”

এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে, বছরের শুরুর দিকে যে বিদ্বেষপূর্ণ তর্ক-বিতর্ক হয়েছিল দুইজনের মধ্যে, তার বদলে এখন সম্পর্ক অনেকটাই শান্ত হয়েছে। যদিও এলন মাস্ক এখনো প্রকাশ্যে ট্রাম্পের এই নতুন মন্তব্যের জবাব দেননি।