গ্রেটার ‘অপহরণ’ দাবিতে হেসে উড়িয়ে দিলেন ট্রাম্প! বললেন “রাগ কমান আগে”

গ্রেটাকে তীব্র কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump and greata

নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক জলসীমায় গাজা উপত্যকার উদ্দেশ্যে মানবিক ত্রাণ নিয়ে যাত্রার সময় ইজরায়েলি সেনাবাহিনীর হাতে আটক হওয়া গ্রেটা থুনবার্গকে কটাক্ষ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২২ বছর বয়সি সুইডিশ পরিবেশ কর্মী সম্প্রতি দাবি করেন, তাঁকে ‘অপহরণ’ করেছে ইজরায়েলি সেনা। এই মন্তব্যকে ঘিরেই তীব্র প্রতিক্রিয়া দেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, “ও একজন তরুণ, রেগে থাকা মানুষ। ওর এই রাগটা আসল কি না, সেটাও বিশ্বাস করা কঠিন। কিন্তু আমি যা দেখেছি, তাতে ওর খুব প্রয়োজন রাগ নিয়ন্ত্রণের ক্লাসে ভর্তি হওয়া। এটাই ওর জন্য আমার প্রধান পরামর্শ।”

উল্লেখ্য, গ্রেটা থুনবার্গসহ একাধিক ব্যক্তি সোমবার আন্তর্জাতিক জলসীমায় ইজরায়েলি বাহিনীর হাতে আটক হন। তাঁরা গাজার উদ্দেশ্যে মানবিক সাহায্য নিয়ে যাচ্ছিলেন। গাজা বর্তমানে চরম মানবিক সংকটে ভুগছে, যেখানে চলমান ইজরায়েল-হামাস সংঘর্ষে বহু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গ্রেটার দাবি ছিল, তাঁরা শান্তিপূর্ণভাবে সাহায্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তাঁদের বাধা দিয়ে সেনা জোর করে আটক করে। এই ঘটনার পর বিশ্বজুড়ে মানবাধিকার কর্মী এবং শান্তিপ্রেমীরা প্রতিবাদ জানান।

Greata thunberg

ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গের এই শীতল সম্পর্ক নতুন নয়। অতীতেও পরিবেশ রক্ষা নিয়ে গ্রেটার মন্তব্যে বারবার কটাক্ষ করেছিলেন ট্রাম্প। তবে এবার সরাসরি ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’-এর পরামর্শ দিয়ে বিতর্কের কেন্দ্রে চলে এলেন তিনি।