ট্রাম্পের বিশ্বস্ত গোর এবার দিল্লিতে – থাকবেন দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্বেও

ভারতে মার্কিন দূত হতে চলেছেন সার্জিও গোর।

author-image
Tamalika Chakraborty
New Update
us embassy a


নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, হোয়াইট হাউসের পার্সোনেল ডিরেক্টর এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী সার্জিও গোর-কে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ভারত–আমেরিকার মধ্যে শুল্ক ও বাণিজ্য নিয়ে টানাপোড়েন তুঙ্গে, আর সেই কারণেই সম্প্রতি আমেরিকার একটি প্রতিনিধিদলের ভারত সফর বাতিল হয়েছে বলে খবর।

us wmbassy

সার্জিও গোর কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূতই নন, তিনি হবেন দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতও। গোর দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি সক্রিয় ছিলেন “মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (MAGA)” প্রচারে এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের সময়ও উপস্থিত ছিলেন।

আমেরিকার বাণিজ্যমন্ত্রী হার্ভার্ড’স লাটনে কুলথিক সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন – “ভারত এখন সঠিক হাতে রয়েছে।” তবে গোরের নিয়োগ কার্যকর হওয়ার আগে মার্কিন সেনেটের অনুমোদন লাগবে। সেই প্রক্রিয়ার কারণে তাঁর দিল্লিতে যোগদান সম্ভবত এই বছরের শেষের দিকে গিয়ে হতে পারে।