প্রবল হুমকি, তারপরেই পুতিনের সঙ্গে বৈঠকের পরেই হাত গুটিয়ে নিলেন ট্রাম্প! রুশ তেলের জন্য ভারতকে দিতে হবে না শুল্ক

পুতিনের সঙ্গে বৈঠকের পরেই ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, রুশ তেল কেনার জন্য ভারতকে সেকেন্ডারি ট্যারিফ দিতে হবে না।

author-image
Tamalika Chakraborty
New Update
Screenshot 2025-08-16 005722

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশগুলির ওপর, বিশেষ করে ভারতের মতো দেশের ওপর, তিনি হয়তো অতিরিক্ত শুল্ক বা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করবেন না। আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর শুক্রবার ট্রাম্প এই মন্তব্য করেন।

Modi

এর আগে ভারত ও আমেরিকার সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। কারণ, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের ওপর ট্রাম্প সরকার ৫০% শুল্ক আরোপ করেছিল, যা কোনো দেশের ওপর সবচেয়ে বেশি হারের শুল্কের মধ্যে অন্যতম। তখন ভারত এই শুল্ককে অন্যায় এবং অযৌক্তিক বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল।

আলাস্কায় পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তাঁর সিদ্ধান্তের কারণে রাশিয়া ভারতের মতো বড় তেল ক্রেতাকে হারিয়েছে। তিনি বলেন, “ভারত প্রায় ৪০ শতাংশ তেল কিনছিল রাশিয়ার কাছ থেকে। এখন চীন অনেকটা করছে। যদি আমি সেকেন্ডারি ট্যারিফ আরোপ করি, তবে সেটা তাদের (রাশিয়ার) জন্য ভয়ঙ্কর হবে। যদি প্রয়োজন হয় আমি করব, তবে হয়তো করার দরকারই হবে না।”