‘One Big Beautiful Bill’ না কি এক বিশাল বিভ্রান্তি? মাস্ক বলছেন, “বিশ্বাসঘাতকতা”

ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্কের বিরোধ প্রকাশ্যে।

author-image
Tamalika Chakraborty
New Update
donald trump

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর প্রথম বড়সড় মতবিরোধ প্রকাশ্যে আনলেন এলন মাস্ক। হোয়াইট হাউসের সাম্প্রতিক বাজেট প্রস্তাবনা, যেটিকে “One Big Beautiful Bill” বলা হচ্ছে, তা নিয়ে কড়া সমালোচনা করলেন টেসলা ও স্পেসএক্স প্রধান।

১ জুন সম্প্রচারিত হতে যাওয়া একটি সাক্ষাৎকারের প্রিভিউতে এলন মাস্ক বলেন, “এই বিপুল ব্যয়বহুল বিল দেখে আমি হতাশ। এটি ঘাটতি কমানোর বদলে আরও বাড়িয়ে দিচ্ছে, আর আমাদের DOGE দলের সঞ্চয় প্রকল্পকে বিপন্ন করছে।”

মাস্ক স্পষ্টভাবে বলেন, “একটি বিল বড় হতে পারে, সুন্দরও হতে পারে—কিন্তু দুটো একসঙ্গে হয় না।”

elon musk.jpg

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনের ‘DOGE’ (Department of Government Efficiency) প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন মাস্ক নিজেই। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের অপচয় কমিয়ে আধুনিকীকরণে জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১৭৫ বিলিয়ন মার্কিল ডলারের বেশি সাশ্রয় হয়েছে বলেই দাবি করা হয়েছে।


এখন ট্রাম্পের ঘনিষ্ঠ অনুদানদাতাদের একজন এলন মাস্ক যখন প্রকাশ্যে প্রশাসনের ‘অপচয়ময় বিল’ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, তখন রাজনৈতিক মহলে এই বিরোধে নতুন জল্পনা তৈরি হয়েছে।