আমেরিকার টাকায় বিদেশিরা পড়বে কেন? ফের হার্ভার্ডকে আক্রমন ট্রাম্পের

নতুন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিদেশিরা আমেরিকার টাকায় পড়বে কেন?

author-image
Tamalika Chakraborty
New Update
Donald Trump

নিজস্ব সংবাদদাতা: ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ছাত্র ভর্তি বন্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, “হাভার্ডের প্রায় ৩১ শতাংশ ছাত্র বিদেশ থেকে এসেছেন। তাদের অনেকেই এমন দেশ থেকে এসেছে যারা আমেরিকার বন্ধু নয়।”

havard university

ট্রাম্প লেখেন, “হার্ভার্ড বলছে না কেন যে তাদের ছাত্রদের ৩১ শতাংশই বিদেশি? এবং সেই দেশগুলো, যেগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো নয়, তারা এক পয়সাও দেয় না তাদের ছাত্রদের পড়াশোনার খরচ বাবদ, এমনকি ভবিষ্যতেও দেওয়ার কোনো ইচ্ছা নেই।”

এই মন্তব্যে আমেরিকার উচ্চশিক্ষা নীতিতে ফের বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক ছাত্রদের ভর্তির বিষয়ে প্রশাসনের নতুন কড়াকড়ির আভাস মিলেছে।