New Update
নিজস্ব সংবাদদাতা: লস্কর-ই-তইবার কমান্ডার কাসিম অবশেষে ফাঁস করে দিল পাকিস্তানের সন্ত্রাস শিবির নিয়ে সব মিথ্যে। মুরিদকির বিধ্বস্ত মার্কাজ-ই-তইবা ক্যাম্পের সামনে দাঁড়িয়ে কাসিম স্বীকার করল, এখানেই জঙ্গি আর তালেবাদের প্রশিক্ষণ দেওয়া হত। ভারতের অপারেশন "সিন্দুর"-এ ক্যাম্পটি ধ্বংস হলেও কাসিম দম্ভভরে বলেছে, তারা নাকি "ফয়জ" অর্থাৎ জয় পেয়েছে। এমনকি সে হুমকি দিয়েছে, ভারতের হামলার পরও আরও বড় ক্যাম্প গড়ে তোলা হবে।
এই প্রকাশ্যে স্বীকারোক্তি পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে বছরের পর বছর ধরে বলা মিথ্যেকে উল্টে দিল। আন্তর্জাতিক মহলে ফের বড় প্রশ্ন উঠছে— ইসলামাবাদ কি তবে সরাসরি সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us