ভালোবাসলে মরতে হবে? বিয়ে করায় মরুভূমিতে গুলি করে খুন যুগল—‘অনার কিলিং’-এ কেঁপে উঠল গোটা পাকিস্তান

ভালোবেসে বিয়ে করার অভিযোগ, মরুভূমিতে যুগলকে খুন পাকিস্তানে।

author-image
Tamalika Chakraborty
New Update
Crime

নিজস্ব সংবাদদাতা: পাকিস্তানে ফের "অনার কিলিং"-এর বিভীষিকাময় চিত্র সামনে এল। সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এক পুরুষ ও এক মহিলাকে মরুভূমির বালির মধ্যে দাঁড় করিয়ে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হচ্ছে। শুধুমাত্র পরিবারকে না জানিয়েই বিয়ে করেছিল এই যুগল, এমনটাই জানা গেছে। এই ‘অপরাধের’ জেরেই তাদের প্রাণ দিতে হলো—এমন নির্মমতাকেই ‘অনার কিলিং’ বলে ব্যাখ্যা করছেন স্থানীয় প্রশাসন।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে। যদিও খুনের ঘটনা গত মাসের, কিন্তু সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই প্রশাসন নড়েচড়ে বসে। ভিডিওর ভিত্তিতে তদন্তে নামে বেলুচিস্তানের পুলিশ।

এই ঘটনা ঘিরে প্রতিক্রিয়া জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগটি জানিয়েছেন, "ভিডিও দেখে স্থান ও অভিযুক্তদের পরিচয় শনাক্ত করার পর একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।" প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

Crime

এদিকে, পাকিস্তানে "অনার কিলিং" বা 'সম্মান রক্ষার্থে খুন' বহু বছর ধরেই একটি সামাজিক অভিশাপের মতো রয়ে গেছে। বিয়ে, প্রেম কিংবা নিজেদের পছন্দের জীবনসঙ্গী বেছে নেওয়ার কারণে বহু নারী ও পুরুষ নিজেদের পরিবার বা সমাজের রোষের শিকার হন। এই ঘটনাটি আবারও সেই বর্বর সংস্কৃতির চিত্র তুলে ধরল, যা এখনও সমাজের গভীরে শিকড় গেড়ে বসে আছে।

মানবাধিকার কর্মী এবং সমাজকর্মীরা ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তারা মনে করছেন, ভিডিওটি সামনে আসার ফলে একেবারে প্রমাণসহ অপরাধ ধরা পড়েছে—এবং সেটির যথাযথ বিচার হওয়া জরুরি।

এই নির্মম ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেশজুড়ে ক্ষোভের আগুন জ্বলে উঠেছে। একাধিক মানবাধিকার সংগঠন এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন দেখার, অভিযুক্তরা আদৌ শাস্তি পায় কি না, নাকি "সম্মানের নামে খুন" আবারও পার পেয়ে যাবে দেশের দুর্বল বিচারব্যবস্থার গাফিলতিতে।