নিজস্ব সংবাদদাতা: চীনের ‘ঋণ-কূটনীতি’ এখন দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানকে কার্যত একটি অধীন রাষ্ট্রে পরিণত করার পর, এবার একই কৌশল বাংলাদেশের উপর প্রয়োগ করতে শুরু করেছে বেইজিং। শেখ হাসিনার পদচ্যুতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, আর সেই সুযোগেই চীন তার প্রভাব বিস্তারে তৎপর।
শুধু তাই নয়, ভারতের কৌশলগত এলাকায় এখন চীন, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন দেশের এক অদ্ভুত ‘অশুভ’ সমঝোতা গড়ে উঠছে। সম্প্রতি ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এই চ্যালেঞ্জের বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করেন। তিনি জানান, ভারতের প্রতিবেশী দেশগুলোতে চীনের অনুপ্রবেশ ও প্রভাব বিস্তার এখন শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত নিরাপত্তার দিক থেকেও বিপজ্জনক হয়ে উঠছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/07/xi-jinping-a-2025-07-07-00-05-05.jpg)
এই সমঝোতার সাম্প্রতিক দৃষ্টান্ত হলো ১৯ জুন, চীনের কুনমিং শহরে পাকিস্তান, বাংলাদেশ ও চীনের প্রতিনিধিদের একটি গোপন বৈঠক। আলোচ্য বিষয় ছিল, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর বিকল্প গড়ে তোলা। উল্লেখ্য, ২০১৬ সালের উরি হামলার পর সার্ক কার্যত অচল হয়ে পড়ে এবং ভারত এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আসছিল।
চীন দীর্ঘদিন ধরে উপমহাদেশে তার প্রভাব বিস্তারে সচেষ্ট। পাকিস্তান ও বাংলাদেশে চীনা অস্ত্র চুক্তি, অবকাঠামো প্রকল্পে ঋণ ও বিনিয়োগের মাধ্যমে তাদের ওপর প্রভাব কায়েম করছে। বাংলাদেশের সমুদ্রবন্দর, বিদ্যুৎ প্রকল্প এবং সামরিক সরঞ্জাম ক্রয়েও চীনের অংশগ্রহণ দিনে দিনে বেড়ে চলেছে।
এই পরিস্থিতি ভারতের জন্য যথেষ্ট উদ্বেগজনক। একদিকে পাকিস্তানের সঙ্গে চীনের ঐতিহাসিক সামরিক ও কৌশলগত সম্পর্ক, অন্যদিকে বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বেইজিংয়ের প্রভাব বৃদ্ধির ফলে ভারতের কৌশলগত পরিসীমা এখন চাপে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us