নিজস্ব সংবাদদাতা: ইতিমধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে রিট পিটিশন খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। তবে ইতিমধ্যে ইসকন সহ একাধিক হিন্দু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়েছে, মোট ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগামী ৩০ দিনের জন্যে ফ্রিজ করা হয়েছে।
সোমবার বিমান বন্দর থেকে সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপর থেকেই বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। দফায় দফায় বাংলাদেশের সংখ্যালঘুরা বিক্ষোভ দেখান। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বর্তমানে 'বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের' ব্যানারে আন্দোলন করছে। সেই জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করেছিল বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সেই সমাবেশে ভাষণ দিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভুও। সেই সমাবেশ থেকেই চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের পতাকাকে অসম্মান করেছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতেই চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার করে বাংলাদেশের পুলিশ।
প্রসঙ্গত, ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরে তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। চিন্ময় প্রভুকে কারাগারে ওষুধ দিতে দেওয়া হয়নি পুলিশের তরফে। ধৃত হিন্দু নেতাকে মানসিক এবং শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগও উঠেছে। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে।