ইউরোপের সঙ্গে চীনের সরাসরি সংঘর্ষের ঝুঁকি? এক লেজার আক্রমণে কাঁপছে আন্তর্জাতিক মহল!

জার্মান সেনাবাহিনীর বিমানে লেজার তাক করে চীনের সেনারা।

author-image
Tamalika Chakraborty
New Update
china army

নিজস্ব সংবাদদাতা: রেড সি-তে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন নিরাপত্তা মিশনের সময় জার্মান সেনাবাহিনীর একটি বিমানে চীনা সেনার তরফ থেকে লেজার তাক করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মঙ্গলবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘অ্যাসপাইডস’ (ASPIDES) মিশনে নিয়মিত টহলের সময় কোনও পূর্বসতর্কতা ছাড়াই চীনের সেনাবাহিনী ওই আক্রমণ চালায়।

xi jinping a

ঘটনার পরই জার্মান বিদেশ মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি কড়া বার্তা দিয়ে জানায়, “চীনা সেনাবাহিনী ইউরোপীয় ইউনিয়নের #ASPIDES অপারেশনে জার্মান বিমানকে লেজার দিয়ে লক্ষ্যবস্তু করেছে। জার্মান সেনাদের জীবনের ঝুঁকি এবং মিশনে বিঘ্ন ঘটানো একেবারেই অগ্রহণযোগ্য।” এ ঘটনার পরই বার্লিনে অবস্থিত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাটি শুধু জার্মানির জন্য নয়, সমগ্র ইউরোপীয় জোটের জন্যই একটি স্পষ্ট হুঁশিয়ারি। কারণ এটি ভবিষ্যতে বড় আকারে সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।